আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নাফনদী জিরো লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৫জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে প্রতিহত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হ্নীলার নাফনদীর দমদমিয়া সংলগ্ন জিরো লাইন থেকে রোহিঙ্গা বোঝাই নৌকাটি প্রতিহত করা হযেছে।টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো মহিউদ্দিন আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরের দিকে একটি কাঠের নৌকা বোঝাই ৬৫জন রোহিঙ্গার দলকে নাফনদীর জিরো লাইন থেকে প্রতিহত করা হয়।নৌকাটিতে সকলেই পুরুষ ছিলেন।পরে নৌকাটি মিয়ানমারের ফিরে যেতে বাধ্য হয়।নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে ব্যাপারে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।