‘
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) কক্সবাজারের জনপ্রিয় অনলাইন পোর্টাল সিবিএনে ‘কক্সবাজারে র্যাব পরিচয়ে সৎ ভাইয়ের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাট’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলতঃ সংবাদে শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যা প্রচেষ্টা মাত্র। আসল রহস্য হলো—দখলবাজ চক্র আমার সৎ মাহমুদুল হক ভাই বলীর পাঠা বানিয়ে নিজেদের দোষ ঢাকার জন্য এমন মিথ্যা সংবাদ করিয়েছে।
কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় আমাদের খতিয়ানভুক্ত সৃজিত ১৬.২ শতক জমি রয়েছে। সেখানে গত ২ ফেব্রুয়ারি সকালে আমি আহসানুল হক হাসান, আমার ভাই আব্দুল মাজেদ ও র্যাব সদস্য আজিজুল হক আজিজ ঘেরাবেড়া দিতে যায়। কিন্তু হঠাৎ করে স্থানীয় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের নেতৃত্বে তার ভাই ইমরানসহ আরও ১০/১৫ জন আমাদের উপর সশস্ত্র হামলা চালানো হয়। এতে আমরা গুরুতর আহত হয়। এসময় আমাদের ঘেরাবেড়া ও ঘর ভাংচুর করা হয়। আমার ভাই র্যাব সদস্য আজিজ বর্তমানে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যা সেখানকার রেজিস্টার্ড চেক করলে প্রমাণ মিলবে। হামলাকারীদের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করছি।
এই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য হামলাকারীরা আমার সৎ ভাই মাহামুদুল হককে ব্যবহার করছে। তাকে বলীর পাঠা বানিয়ে আমাদের ফাঁসানোর অপতৎপরতা চালানো হচ্ছে। সংবাদের বলা হয়, আমরা আমার ভাইকে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করেছি। যা হাস্যকর বটে। আমরা কেন আমার ভাইকে মারতে যাবো। আর আমাদের নিজের জমিতে কেন ভাংচুর ও লুটপাট চালাবো। হামলাকারীরা নিজেদের অপরাধ ঢাকতে প্রকৃতপক্ষে এমন কল্পকাহিনী সাজিয়েছে। আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আহসানুল হক হাসান
ধোয়াপালং, রাবেতা, রামু, কক্সবাজার।