দেলওয়ার হোসাইন, পেকুয়া
মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চলতি বছর
বেহুন্দী জাল, কারেন্টজালসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল প্রকার অবৈধ জাল অপসারণে ১১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭টি জেলায় বিশেষ এ অভিযান চলবে।
তারই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় কুতুবদিয়া চ্যানেলে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড যৌথ অভিযানে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে আনুমানিক ২ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে।
এ সময় অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে একজন জেলেকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত বেহুন্ডি জাল পুড়িয়ে ফেলা হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার মগনামা ঘাট এলাকায় কুতুবদিয়া চ্যানেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই তোয়াইহ্লা চৌধুরী নেতৃত্বে এ অভিযানের নেতৃত্ব পরিচালনা করা হয়।
তৃতীয় দফার দ্বিতীয় ধাপের বিশেষ কম্বিং অপারেশন অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন,কোস্ট গার্ড কুতুবদিয়া কন্টিজেন্ট কমান্ডার,দেলোয়ার হোসেন,মেরিন ফিসারিজ অফিসার মোঃ হাসিবুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আবু তাহের উপস্থিত ছিলেন ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, কারেন্ট জালসহ সব ধরণের ক্ষতিকর অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ থেকে বিরত থাকতে সচেতনতার পাশাপাশি কম্বিং অপারেশন অব্যাহত থাকবে।