বলরাম দাশ অনুপম:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ঘৃতপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ঘৃতপল্লী এলাকার অমল বাবুর বাসায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ছাই করে দেয় অমল বাবুর বসতবাড়ি সব জিনিসপত্র। এদিকে ঘটনা খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, সহ সভাপতি মাষ্টার সুবল চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে, ঝিলংজা ইউনিয়ন পূজা কমিটির আহবায়ক তুষার কান্তি ধর, যুগ্ম আহবায়ক সুমন মল্লিক, জ্যোতি মল্লিক বাবু, ডাঃ অনুপম পাল, প্রদীপ মহাজন। তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের কিছু সহায়তা প্রদান করা হয়। পরে সদর ইউএনও ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশান ও পাশ্ববর্তী মঠ-মন্দিরগুলো পরিদর্শন করেন।