রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে একমত পোষণ করেছেন মিয়ানমার সরকার এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে দুই দিনব্যাপী মাল্টি কালচারাল ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ইতিমধ্যে আমি ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছি। ন্যাম সামিটে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয়েছে। সেখানে আমি তাকে বলেছি- অন্তত প্রত্যাবাসনটা শুরু করার জন্য। তার কথাবার্তায় আমার যেটি মনে হয়েছে, মিয়ানমার প্রত্যাবাসন শুরুর ব্যাপারে একমত। কিন্তু তাদের এখনকার অভ্যন্তরীণ যে সংকটগুলো চলছে, সেই কারণে এই মুহূর্তে তারা পারছে না। মিয়ানমারের বাস্তুচ্যুত যেসব মানুষ আমাদের দেশে আছে, তাদের সসম্মানে নাগরিক অধিকার দিয়ে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। সেই সমাধানের লক্ষ্যেই আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, পাশের দেশ ভারতেও মিয়ানমার সেনাবাহিনীর অনুপ্রবেশ ঘটেছিল, পরে তাদের ফেরত নিয়ে যাওয়া হয়েছে। শুধু আমাদের দেশে মিয়ানমারের সীমান্ত বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের অনুপ্রবেশ ঘটেছে তা নয়, ভারতেও কয়েকশ লোক ঢুকেছে। তাদেরও তারা (মিয়ানমার) ফেরত নিয়ে গেছে।