খলিল চৌধুরী, সৌদি আরব:
সৌদি আরবে পালিত হয়েছে চট্টগ্রামের বহুল প্রচারিত ও পাঠকনন্দিত পত্রিকা দৈনিক সাঙ্গুর ২২ তম বর্ষপূর্তি।
রবিবার (১১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে দৈনিক সাঙ্গু পাঠক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া পবিত্র মক্কা নগরীর দারুল হোদা লুলু আল-সা হোটেলের হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আল হারামাইন প্রবাসী গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চল সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন।
দৈনিক সাঙ্গু প্রতিনিধি খলিল চৌধুরীর সঞ্চালনায় বর্ষপূর্তির অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির আহবায়ক আলহাজ্ব জহির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন রিপোর্টাস এসোসিয়েশনের সহ-সভাপতি ও এটিএন বাংলা প্রতিনিধি সাজিদুল ইসলাম, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আজিজ, মিউজিয়াম মোঃ কামাল উদ্দিন, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম, লোহাগাড়া উপজেলা এবি পাটি সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক৷ সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শিপন, যুবনেতা দেলোয়ার হোসেন, ফরহাদুল ইসলাম জাহেদ, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান।
বর্ষপূর্তির অনুষ্ঠানে মক্কা-মদিনা ও জেদ্দার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্যের পক্ষে চলমান চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকার ২৩ বছর দৈনিক সাঙ্গু প্রশংসা করে আজও আগামী জন্য শুভকামনা করেন।
শেষে ২২ বর্ষপূর্তি কেক কাটেন উপস্থিত অতিথি ও প্রবাসীরা। পরে দৈনিক সাঙ্গুর ২৩-তম প্রতিষ্ঠা বার্ষির্কী উদযাপনে পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্টদের সৌদি আরব প্রতিনিধির মাধ্যমে কমিউনিটির বিভিন্ন পেশার প্রবাসীরা ফুলেল শুভেচছা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।