সংবাদ বিজ্ঞপ্তি
১১ ফেব্রুয়ারী কক্সবাজারের রামু উপজেলার মন্ডলপাড়ায় ১৩ টি পরিবারের বাড়ি পুড়ে যায় এবং আরো অনেক ক্ষয়ক্ষতি হয়। এতে কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিগন খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায়।
কোস্ট ফাউন্ডেশন উপকূলীয় অঞ্চলের যেকোন দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকায় প্রতিশ্রুতিবন্ধ। তারই প্রেক্ষিতে কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব রেজাউল করিম চৌধুরী এবং পরিচালক-কোর তারিক সাঈদ হারুনের নির্দেশে ক্ষতিগ্রস্থ পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উক্ত সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ সদস্য ও বিশেষ হুইপ সাইমুম সরওয়ার কমল। ফাতেকারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, মাননীয় সাংসদের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, রামু ৪ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক।
কোস্ট ফাউন্ডেশনের পক্ষে আশেকুল ইসলাম আঞ্চলিক কর্মসূচী সমন্বয়কারী আব্দুর রহমান, এলাকা ব্যবস্থাপক আবু ছালেহ, শাখা ব্যবস্থাপক সজল কুমার শীল এবং আবুল আবছার উপস্থিত ছিলেন।
মাননীয় সাংসদ ও হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, কোস্ট সবসময় ক্ষতিগ্রস্থ এবং স্থানীয় মানুষের পাশে থাকে। এই জন্য তিনি কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচী সমন্বয়কারী আশেকুল ইসলাম বলেন, নগদ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
তিনি আরো বলেন, আমরা হয়ত কিছু অর্থ সহায়তা করতে পেরেছি। কিন্তু পরিবারটি যে অপূরণীয় ক্ষতি হলো তার পূরণ করা সম্ভব না। এই বিষয়ে তিনি সরকারকে এবং সংশ্লিষ্ট সকলকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।
কোস্ট সর্বদা অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে বলে ব্যাক্ত করেন।