শহরের কলাতলী ও কটেজ জোন এলাকায় স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ জন নারী-পুরুষকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে কটেজ জোনে এ অভিযান চালানো হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নাফ নদীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্পার আড়ালে নানা অপরাধ সংঘটিত করে অপরাধীরা পর্যটকদের হয়রানি করছে। অন্যদিকে নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। তাই অপরাধীদের ধরতে ট্যুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছেন।
তিনি আরও জানান, নিরাপদ পর্যটন নগরী ও পর্যটকদের জন্য সুন্দর এবং আকর্ষণীয় কক্সবাজার উপহার দিতে ট্যুরিস্ট পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের মধ্যে বিভিন্ন জেলার ১২ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।