মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবদুর রহিম (৬৫) আর নেই। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আবদুর রহিম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি মঙ্গলবার সকালে বাড়িতে গুরতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। মাস্টার আবদুর রহিম রামু'র দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পূর্ব উমখালীর মোক্তারবাপের পাড়ার মরহুম ফজল করিম ও মরিয়ম খাতুনের সন্তান। রামু'র কাউয়ারখোপের আলহাজ্ব সুলতান আহমদ এর জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, এক কন্যা সন্তান, অসংখ্য ছাত্র ছাত্রী সহ গুনগ্রাহী রেখে যান।
তিনি দীর্ঘ প্রায় ৩২ বছর রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। সজ্জন, অমায়িক, শিক্ষানুরাগী, বন্ধু বৎসল মাস্টার আবদুর রহিম এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী এশারের নামাজের পর মাস্টার আবদুর রহিম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।