সাভারে স্ত্রী কোহিনূর বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের রাজাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত হাফিজুর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় জে.কে গ্রুপের তৈরি পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কাজ করত। তার স্ত্রী কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। হাফিজুর তার দ্বিতীয় স্বামী। তারা প্রেম করে বিয়ে করে ভাড়া বাড়িতে সংসার করছিলেন বলে জানা যায়।
পুলিশ জানায়, সাভারের রাজাবাড়ি এলাকায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী কোহিনূরকে কুপিয়ে হত্যা করে লাশ বাথরুমে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্বামী হাফিজুর রহমান। পরে হত্যাকাণ্ডের বিষয়টি অন্য ফ্ল্যাটের লোকজন বুঝতে পারলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাশের সুরতহাল করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া হত্যাকারী স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।