দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগ যাঁদের মনোনয়ন দিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন— বরিশালে ড. শাম্মী আহমেদ, লক্ষ্মীপুরে ফরিদুন্নাহার লাইলি, চট্টগ্রামে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, গাজীপুরে মেহের আফরোজ, ঢাকায় সানজিদা খানম, ফরিদা ইয়াসমিন, হাসিনা বারি, নাহিদ, শবনম, সাহিদা তারেক দীপ্তি, শেখ আনার কলি পুতুল, পারুল আক্তার, রংপুরে নাসিমা জামান ববি, নরসিংদীতে মাসুদা সিদ্দিক, নোয়াখালীতে ফারিয়া খানম, গোপালগঞ্জে বোয়া আহমেদ, কুমিল্লায় অ্যারোমা দত্ত, নেত্রকোণায় নাদিয়া বিনতে আমিন, ভোলায় খালেদা বানু, টাঙ্গাইলে তারানা হালিম, শামসুন্নাহার, শরীয়তপুরে ঝর্ণা আক্তার, মুন্সীগঞ্জ ফজিলাতুন্নেছা।
এ ছাড়া ১৪ দলের অনুরোধে গণতন্ত্র পার্টি থেকে কানন আরা বেগমকে (নোয়াখালী) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য।
বুধবার সকালে সাক্ষাৎ শেষে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ড বসে।
-কালেরকন্ঠ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।