দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী, নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান কালবেলাকে বলেন, আজ ১৪ ফেব্রুয়ারি একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এটি রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে সংঘটিত হয়ে রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হয়। ঢাকা ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাবনার আটঘরিয়ায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল। যার মাত্রা ৩.৬ রিখটার স্কেল।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গেও ভূমিকম্প অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গের বারুইপাড়ায় উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।