মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মো. রানা ইসলাম নামের এক শিক্ষার্থী।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার ফরিদ মোল্যার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে খুলনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী টিউশনি থেকে ফেরার পথে রাত ৮টা ১০ মিনিটের দিকে ফরিদ মোল্যার মোড়ে পৌঁছালে ৪ থেকে ৫ জন লোক তার পথরোধ করে। এ সময় তারা বলে, তুই কী শৈশব? ভুক্তভোগী শিক্ষার্থী না বললে অভিযুক্ত একজন তাকে এলোপাথাড়ি কিল, ঘুসি, চড়, থাপ্পড় ও লাথি মারে এবং পকেট থেকে টাকা-পয়সা নিয়ে নেয়। এসময় মারপিটের ফলে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করতে থাকলে অভিযুক্তরা এ ঘটনা নিয়ে মামলা মোকদ্দমা করলে হত্যার হুমকি দেয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র হতে চিকিৎসা গ্রহণ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, এই ঘটনায় আমি খুবই শঙ্কিত। বিবাদীরা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় পরবর্তীতে প্রাইভেট পড়াতে গেলে বিবাদীরা আমাকে খুন, জখমসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই এলাকায় টিউশনি করায়, ভবিষ্যতে তাদের কেউ যেন এই ধরনের ঘটনার শিকার না হয় সেই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চাই।
খুলনা সদর থানার ওসি মো. হাসান আল মামুন বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মারধরের অভিযোগ আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি। খবর পেয়ে পুলিশ তদন্ত করতে সেখানে যাই এবং অভিযুক্তকে না পেয়ে তার বাড়িঘর তালা মেরে দিয়ে আসা হয়েছে। আসলে যে ছেলেটা এ কাজ করেছে পেছনের গল্প একটু খারাপ আছে। আমরা অভিযুক্ত ব্যক্তিকে ধরে চালান দেওয়ার ব্যবস্থা করছি। মারধরের মামলার সঙ্গেও অন্যান্য মামলা দেওয়া হবে।