শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলায় ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিনে ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি ) উপজেলার ৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, আর দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে এসএসসি ও দাখিল এবং ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৮'শ ৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৮'শ ৭২ জন। এদিকে, এসএসসিতে ৮ জন,দাখিলে ৭ জন ভোকেশনালে ১ জন অংশ নেননি পরীক্ষায়।
কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জিগারুন নাহার জানান, প্রথম দিনে ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন নি। তার মধ্যে বেশিরভাগই ছাত্রী। বাল্যবিবাহের শিকার হতে পারে মন্তব্য করেছেন তিনি।পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোন পরীক্ষার্থী বরখাস্ত হওয়ার মত কোন ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।