নিজস্ব প্রতিবেদক:
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ও ইসলামপুরের বেশ কয়েকটি স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক শীতল পালের নির্দেশে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নাপিতখালী বনবিট কর্মকর্তা নুর মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও বাউন্ডারিওয়াল ভেঙে দিয়েছেন অভিযানকারীরা।
ইসলামাবাদ ইউনিয়নের হাজিপাড়ায় মোক্তার নামের এক ব্যক্তি বাউন্ডারি ওয়াল করলে ভেঙ্গে দেওয়া হয়। ডুলাফকির মাজারের পাশে ছেতারা বেগম নামে এক মহিলার নির্মিতব্য পাকা ঘর গুঁড়িয়ে দেন বনকর্মীরা ।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের মাঝের পাড়ায় নুরুল আবছার নামের এক ব্যক্তি অবৈধভাবে পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে সেটিও ভেঙ্গে ফেলা হয়। অরলতলীতে এসরাক হোছেন এচাক নামে এক ব্যক্তি অবৈধ পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ এর সহযোগিতায় অভিযানে রেঞ্জ ও বিটের স্টাফ, ভিলেজার, হেডম্যান ও এফসিভির সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে নাপিতখালী বিট কর্মকর্তা নুর মোহাম্মদ চৌধুরী বলেন, সহকারী বন সংরক্ষক শীতল পালের নির্দেশে বৃহস্পতিবার তিনটি ঘর ও একটি বাউন্ডারি ওয়াল উচ্ছেদ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন। বিটের আওতাধীন এলাকায় ভূমিদস্যূ, বন খেকো, গাছচোর, বালি খেকোদের অভিযান চলবে। বনভূমিতে অবৈধ স্থাপনা করা যাবে না।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।