বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আলহাজ হযরত মাওলানা মোনওয়ার হোসাইন মাদানি (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে ঢাকায় দি ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছাত্র জীবনে মাওলানা মোনওয়ার হোসাইন মাদানি সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণ করেন এবং পাশাপাশি সৌদি আরব সরকারের মুবাল্লিগ হয়ে বাংলাদেশে বিভিন্ন জেলায় মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক কার্যকলাপে নিজেকে সম্পৃক্ত রাখেন।
তিনি খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ কন্যা রেখে গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।