ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বাদ জুমা পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছাড়া সিকদার বাজার এলাকায় মাদরাসার নতুন ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে দ্বীনি শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীর সভাপতি অনুষ্ঠানে পোকখালী মাদরাসার মুহাদ্দিস আল্লামা আবু সৈয়দ, বদর মোকাম জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল কাদের, মাওলানা মুফতি আবু মুছা, ক্বারী সাইফুল্লাহ কাসেমীসহ বিশিষ্ট আলেম ও ক্বারিগর উপস্থিত ছিলেন।
স্থায়ী ক্যাম্পাসের যাত্রার প্রথম দিনে ভর্তিকৃত ছাত্রদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয়েছে।
এছাড়া মাদরাসার জন্য জমিদাতা সমাজসেবক আলহাজ্ব শামসুল হক সিকদার ও রুহুল আমিন সিকদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
[caption id="attachment_58531" align="aligncenter" width="2040"] স্থায়ী ক্যাম্পাসের যাত্রার প্রথম দিনে ভর্তিকৃত ছাত্রদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।[/caption]
হাফেজ ডাক্তার মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষকগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকা জনপদে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস পেয়ে স্থানীয় বাসিন্দারা বেশ সন্তুষ্ট।
অনুষ্ঠান শেষে মাদরাসার যাত্রার সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা আবু সৈয়দ।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমিদাতাসহ যারা নানাভাবে সহায়তা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী। তিনি হাফেজে কুরআনদের জন্য এই মাদরাসা কেন্দ্রিক একটি প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন।