ভারত-ইংল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজের রাজকোট টেস্টের আজ তৃতীয় দিন। দ্বিতীয় দিন পর্যন্ত ক্রিকেটে আলোচনায় ছিলেন ৫০০ উইকেট নেওয়া এবং তার আগে পাঁচটি পেনাল্টি রান দেওয়া ভারতের অলরাউন্ডার রবিন্দ্রচন্দ্র অশ্বিন। তবে আজকের একাদশে থাকছেন না তিনি।
অশ্বিনের মা গুরতর অসুস্থ হওয়ার কারণে এই টেস্টের বাকি অংশে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।
বিবৃতিতে বিসিসিআই বিষয়টি খোলাসা না করলেও বোর্ড সহসভাপতি রাজিব শুক্লা এক্সে জানিয়েছেন, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতেই খেলা ছেড়ে চেন্নাই চলে গেছেন অশ্বিন।
অশ্বিনের এমন খারাপ সময়ে বিসিসিআই তার পাশে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জিং এই পরিস্থিতিতে অশ্বিনকে সব ধরনের সমর্থনের আশ্বাস দিয়েছে বিসিসিআই। একই সঙ্গে তার পরিবারের সদস্যের স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছে বিসিসিআই।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, 'পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।'
এই টেস্টের বাকি অংশে অশ্বিনের বদলি হিসেবে অন্য একজন ফিল্ডিং করতে পারবেন। তবে তার বদলি ক্রিকেটার বোলিং কিংবা ব্যাটিং করতে পারবে না।