নওগাঁর সাহাপারে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে প্রক্সি দেওয়ার অভিযোগে কেন্দ্র সচীবসহ ৫৭ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা।

তিনি জানান, এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রেও একইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এসব শিক্ষার্থী। তারা মূল পরীক্ষার্থীর জায়গায় প্রক্সি বা বদলি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।