শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ দিবসটির প্রথম প্রহরে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, কুতুবদিয়া থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স,কুতুবদিয়া ফায়ার সার্ভিস বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রাশেদুল ইসলামের সভাপতিত্বে অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা (এলজিইডি ) প্রকৌশলী কপিল উদ্দীন কবির,উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিব, থানার উপ-পরিদর্শক (এসআই) বরকত হোসাইন,
উপজেলা সমবায় অফিসার ওসমান গণী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বেবি আক্তারসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনপ্রতিনিধি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাগণ ।