আব্দুস সালাম,টেকনাফ:
টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও (টমটম) জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শীলবনিয়া পাড়া এলাকার মো: ইউনুছের ছেলে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫)।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল রাসেল( পিপিএম সেবা) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদকের বড় চালান পাচার হতে পারে। এমন সংবাদে টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ টিম টেকনাফ সদরের শীলবনিয়া পাড়া টেকনাফ- শাহপরীরদ্বীপ সড়কে অবস্থান করেন। পরবর্তীতে একটি ইজিবাইক (টমটম) মোস্তফা হাজীর ফসলি জমিতে ইজিবাইকটি নামিয়ে দিয়ে পালানোর সময় মাদক কারবারি নুরুল ইসলাম প্রকাশ নুরুকে আটক করা হয়। তার স্বীকাররোক্তি অনুযায়ী ইজিবাইক থেকে প্লাস্টিকের একটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামটি খুলে গণনা করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।