মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের অফিস সহায়ক জগদীশ দত্ত (৩৮) পরলোকগমন করেছেন। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
কক্সবাজার শহরের ঘোনার পাড়া শংকরমঠ এলাকার অশ্বনী দত্ত ও শিখা রানী দত্তের পুত্র জগদীশ দত্ত গত সোমবার ১৯ ফেব্রুয়ারী ব্রেনস্ট্রোক করলে তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে রেফার করলে তাকে চট্টগ্রাম নিয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে জগদীশ দত্ত ইহকাল ত্যাগ করেন।
জগদীশ দত্ত এসএসসি ১৯৯৯ ব্যাচের সদস্য। কক্সবাজার শহরের শংকরমঠ সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সজ্জন, অমায়িক, বন্ধু বৎসল ও সহজ সরল জগদীশ দত্তের পরলোকগমনের খবরে এলাকা ও কক্সবাজার আদালত পাড়ায় শোকের ছায়া নেমে আসে। জগদীশ দত্ত পরলোককালে স্ত্রী রিংকু দত্ত, ২ কন্যা জয়ন্তী দত্ত (৮) ও অংশনী দত্ত (৬) সহ অনেক আত্মীয় স্বজন, সহকর্মী রেখে যান। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী বিকেলে কক্সবাজার শহরের নুনিয়াছড়া মহাশ্মশানে জগদীশ দত্তের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের শোক :
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের অফিস সহায়ক জগদীশ দত্ত পরলোকগমন করায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি ও জেলা নাজির বেদারুল আলম এবং সাধারণ সম্পাদক ও সিজেএম আদালতের নাজির মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী গভীর শোক প্রকাশ করেছেন। এসোসিয়েশনের নেতৃবৃন্দ পরলোকগত তাঁদের সহকর্মী জগদীশ দত্তের সদগতি কামনা করে বলেন, এসোসিয়েশন তাদের একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সহকর্মীকে অকালে হারালো। যা এসোসিয়েশনের সকল সদস্যকে ব্যাথিত করেছে।