নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বৃহত্তর পাহাড়তলী সমিতি (রেজি. নং-৩১৩/০৭) এর নির্বাচন স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত।
সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করে পুনর্বার তফসিলেরও আদেশ দেওয়া হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিন্নাত হক এর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৯ ফেব্রুয়ারি সমিতির সদস্য খোরশেদ আলম নির্বাচন স্থগিতাদেশ চেয়ে মামলা করেন। যার রিট পিটিশন মামলা নং -২০৮৭/২০২৪।
বাদির পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এই আদেশের কারণে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত নির্বাচনের সমস্ত প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।
হাইকোর্টের আদেশ প্রসঙ্গে এডভোকেট মোহাম্মদ সাইফুল বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহত্তর পাহাড়তলী সমিতির নির্বাচন। কিন্তু নির্বাচনের পূর্বে যথা নিয়মে এডহক কমিটি গঠন না করে তফসিল ঘোষণা করা হয়। যা সমিতির গঠনতন্ত্র পরিপন্থী। এ বিষয়ে আদালতে রিট মামলা দায়ের করলে শুনানি শেষে নির্বাচন স্থগিতাদেশ দেন বিচারক।
এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক হাসান মাসুদ বলেন, নির্বাচন স্থগিতাদেশ সংক্রান্ত একটি ল'য়ার সার্টিফিকেট হাতে এসেছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বৃহত্তর পাহাড়তলী সমিতি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি সামাজিক সংগঠন। যার রেজি. নং-৩১৩/০৭। এ সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৩১৩ জন।