প্রেস বিজ্ঞপ্তি
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহর সেক্রেটারি রিয়াজ মু. শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
তিনি বলেছেন, আমাদের মাতৃভাষা বাংলা মহান আল্লাহর দান। রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি অর্জন করে বিশ্বময় বাংলাদেশী হিসেবে আমাদের জাতীয় পরিচিতি নিঃসন্দেহে গর্বের। দুঃখজনক হলেও সত্য আজ বাংলা ভাষা ও সংস্কৃতি ভিনদেশী ভাষা ও সংস্কৃতি দ্বারা আক্রান্ত। ভাষার মর্যাদা ও স্বকীয়তা রক্ষায় প্রয়োজনে সালাম, বরকত ও জাব্বারের মত জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সর্বত্র বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বিকৃতি রোধে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আরো নিবিড় করা প্রয়োজন। আমাদের মায়ের ভাষা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কে মহান আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা প্রচার সেক্রেটারি আবু মিহরান, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি দরবেশ আলী মু আরমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
উখিয়া উপজেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সেক্রেটারি আবু মিহরান। উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, মাওলানা মনছুর আলম, রিদওয়ানুল হক জিসান প্রমুখ।
চকরিয়া উপজেলা: চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সভাপতিত্বে ভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম। এ সময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা: সদর উপজেলা শাখার উদ্যোগে ভাষা দিবসের আলোচনা সভা উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুতুবদিয়া উপজেলা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহেশখালী উপজেলা দক্ষিণ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা আমীর মাস্টার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাতামুহুরী উপজেলা: উপজেলা সেক্রেটারি হোসনে মোবারকের সভাপতিত্বে ভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সেক্রেটারি হেদায়েত উল্লাহ। এ সময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভা: ভাষা দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন। এ সময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।