হ্যাপী করিম, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৭ ক্যাডারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীকি মারমা।
বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারি) বিকালে নিজ কার্যালয়ে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের এই শুভেচ্ছা জানান ইউএনও।
সুপারিশপ্রাপ্ত মেধাবীরা হলেন- উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সালাহ্উদ্দিন কাদের (পুলিশ ক্যাডার), ধলঘাটা ইউনিয়নের আবদু রহমান (নিরীক্ষা ও হিসাব ক্যাডার), হোয়ানক ইউনিয়নের খাইরুল আজিজ খোকন (খাদ্য ক্যাডার), বড় মহেশখালী ইউনিয়নে শাহাব উদ্দিন, (শিক্ষা ক্যাডার) শাওলি পাল টিনা (পররাষ্ট্র ক্যাডার), ছোট মহেশখালী ইউনিয়নের সুমন কান্তি ঘোষ ও তাঁর স্ত্রী মৈত্রী ঘোষ(শিক্ষা ক্যাডার) সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
এদিন উপস্থিত সকল ক্যাডারকে ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করেন ইউএনও। পরে তাদের প্রত্যেকের হাতে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন। এসময় নতুনদের জন্য বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন ইউএনও মীকি মারমা।