আব্দুস সালাম,টেকনাফ:
টেকনাফে হ্নীলা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপএম (বার) এর নির্দেশে,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল মোহাম্মদ রাসেল পিপিএম এর নির্দেশে তত্ত্ববধানে এবং অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপিস্থ ক্যাম্প-২৬ (শালবাগান ক্যাম্প) এলাকায় অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন জনৈক মোঃ আবু বক্কর ছিদ্দিক, এফসিএন নং-২৭২৪৯৯, ব্লক- বি৪, ঘর নং-২৭এ এর গোসল খানার বাইরে দক্ষিণ পার্শ্বে মাটি ভর্তি বস্তার নিচে তল্লাশি করে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনাস্থলে অস্ত্র গুলোর কোন মালিক না পাওয়ায় উক্ত অস্ত্র সমূহ পরিত্যক্ত অব্যবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
তিনি আরো জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার জিডি নং-১৩৯২।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।