মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
৯৯ হাজার ৬৬৫ পিচ ইয়াবা টেবলেট পাচারের দায়ে এক রোহিঙ্গা ইয়াবাকারবারীকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ৭ ডিসেম্বর কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো : ২০১৭ সালের ২০ মে বিকেল সাড়ে ৪ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং দেড় নম্বর সুইচ গেইট বরাবর ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের একটি টিম এক অভিযান চালিয়ে ২ কোটি ৯৮ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৯৯ হাজার ৬৬৫ পিচ ইয়াবা টেবলেট সহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের ডেইল পাড়ার মৃত সৈয়দ আলমের পুত্র দুস মোহাম্মদকে আটক করে। এ বিষয়ে ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের নায়েক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার থানা মামলা নম্বর : ৫৪/২০১৭, জিআর মামলা নম্বর : ৪৪২/২০১৭ এবং এস.টি মামলা নম্বর : ১৪০৮/২০১৭ ইংরেজি। মামলায় সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তিতর্ক শেষে আসামী রোহিঙ্গা ইয়াবাকারবারী দুস মোহাম্মদকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় টেবিল ৯ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক মাহমুদুল হাসান তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।
দন্ডিত আসামী দুস মোহাম্মদকে গ্রেপ্তার হওয়ার পর থেকে জেল হাজতে রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট আবদুর রউফ।