মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইউনিয়ন ব্যাংক উখিয়া শাখার অফিসার শাহাদাত হোসেন (৩১) আর নেই। মঙ্গলবার ৭ ডিসেম্বর বিকেল ৩ টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
ইউনিয়ন ব্যাংক উখিয়া শাখার ব্যবস্থাপক এম. জাহেদ উল্লাহ জাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুম ব্যাংকার শাহাদাত হোসেন লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। পটিয়ার কুসুমপুর এলাকার এম.ডি ফারুক ও রোকেয়া বেগমের পুত্র মরহুম শাহাদাত হোসেন বিবাহিত ছিলেন। নবীন ব্যাংকার শাহাদাত হোসেনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।