আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে একটি মাদকের চালান টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঝাউবনের মধ্যে দুই জন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা হয়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চ লাইট ও বাঁশি দিয়ে থামার সংকেত দেওয়া হলে উক্ত ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সাদা রং এর একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা উক্ত পরিত্যক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।