সংবাদ বিজ্ঞপ্তি:
বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আ জ ম ওবায়েদুল্লাহ রচিত “সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ” প্রদর্শনী করা হয়েছে।
সেই সঙ্গে সুধীজনের নিকট সৌজন্য কপি বিতরণ ও সাধারণ ক্রেতাদের নিকট বিক্রির আয়োজন করে শতাব্দী সাংস্কৃতিক সংসদ কক্সবাজার।
শনিবার (২ মার্চ) ইনানি সাগর পাড়ে লা-বেলা রিসোর্টে শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখকের উপস্থিতিতে প্রদর্শনী ও বিক্রির সেশন অনুষ্ঠিত হয়।
শতাব্দী সাংস্কৃতিক সংসদ এর আহবায়ক আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরী, সমাজসেবক জাহেদুল ইসলাম, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, সমাজ সেবক মাওলানা নূরুল হক, রিদওয়ানুল হক, নূরুল আবছার, ফয়সাল উদ্দিন চৌধুরী, আক্তার হোছাইন।
এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিল্পী, সাহিত্যিক, কবিগণ উপস্থিত ছিলেন।
পরে “সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ” বইয়ের লেখক ড. আ জ ম ওবায়েদুল্লাহর নিকট থেকে অটোগ্রাফ নেন প্রত্যেক ক্রেতা।
লেখকের আন্তরিকতাপূর্ণ ব্যবহার ও অটোগ্রাফ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতাগণ।
ড. আ জ ম ওবায়েদুল্লাহর “সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ” প্রদর্শনী ও বিক্রি
