অনলাইন ডেস্ক:
নাটোরের বাগাতিপাড়ায় পিকনিকের বাসচাপায় প্রাণ গেল আরজেদ আলী নামের এক কাঠুরিয়ার। রোববার (৩ মার্চ) সকালে পার্শ্ববতী ফুলতলা এলাকায় কাজে যাওয়ার সময় আড়ানি-পুঠিয়া সড়কের ফুলতলা মোড়ের ২০০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজেদ আলী উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত শুকুর প্রামাণিকের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনমজুর আরজেদ আলী কাঠ কাটার কাজ করতেন। তিনি প্রতিদিনের ন্যায় রোববার সকালে সাইকেলযোগে পার্শ্ববর্তী ফুলতলা এলাকায় গাছকাটার কাজে যাচ্ছিলেন। আড়ানি-পুঠিয়া সড়কের ফুলতলা মোড়ের ২০০ গজ আগে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী পিকনিকের বাসের ধাক্কায় ছিটকে চাকার নিচে পড়ে আরজেদ আলী।
বিকট শব্দ শুনে স্থানীয়দের সহযোগিতায় পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটকে রাখেন স্থানীয়রা।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। নিহতের ছেলেরা বাড়ি ফিরলে মামলার প্রস্তুতির কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।