আবদুস সালাম, টেকনাফ:
"পড়াশোনা করবো, মাদক সেবন রুখবো!" এই স্লোগানে প্রতিজ্ঞা করলো টেকনাফের শতাধিক শিক্ষার্থী।
মাদকের অপব্যবহার হ্রাসের লক্ষ্যে মাদকসেবির শারীরিক, মানসিক ও সামাজিক ভয়াবহ ক্ষতি রোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করার প্রয়াসে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের আয়োজনে মঙ্গলবার (৫মার্চ) দুপুরে টেকনাফ পল্লানপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাদকদ্রব্য অপব্যবহারের ভয়াবহতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ,পল্লানপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরতাজা বেগম, উপ-পরিদর্শক গোপাল কৃষ্ণ দাস,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্জুন দাস, নুরুল আবছার, মুবিনা আক্তার, ফাতেমা খাতুন, জাকির হোছন,মো.রিয়াজ উদ্দিন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী মিঠুন ধর ও অভি কান্তি সুশীল।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকদ্রব্য অপব্যবহারের ক্ষতি সম্বলিত স্কেল বিতরণ করা হয়েছে।