শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নে রাজমিস্ত্রী কাজ করতে এসে চার রোহিঙ্গা যুবক পুলিশের হাতে আটক হয়েছে।

সোমবার(৪ মার্চ) বিকাল পাঁচটার দিকে ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্প মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- উখিয়া বালুখালীর জি-৪৪- ব্লকের ১৮ নম্বর ক্যাম্পের নেছার আহমদের ছেলে নুর কামাল(২৭), একই ব্লকের মৃত আবু তৈয়বের দুই ছেলে রিদোয়ান(২০), ও সুফিয়ান(১৮), চাকমারকুল বি-৪- ব্লকের ২১ নম্বর ক্যাম্পের মৃত সফি আলমের ছেলে এনায়েত (২০)।

তবে, একটি দালাল চক্র তাদেরকে রাজমিস্ত্রী কাজ করার জন্য এনেছেন। এসব রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এসব রোহিঙ্গারা কুতুবদিয়ায় কাদের সহযোগিতায় এসেছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।