সিবিএন:
কক্সবাজার শহরের অন্যতম দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসা থেকে হিফজ সম্পন্নকারী ২২ জন শিক্ষার্থীকে দস্তারে ফজিলত পাগড়ি প্রদান করা হয়েছে। সেই সঙ্গে তাদের অভিভাবক ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৬ মার্চ) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির কনফারেন্স হলে আয়োজন করা হয় হিফজুল কুরআন সম্মাননা (দস্তারবন্দী অনুষ্ঠান) অনুষ্ঠান।

বর্ণাঢ্য আয়োজনে প্রধান মেহমান ছিলেন জামেয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, শিক্ষাবিদ ও গবেষক আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া।

তিনি দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির জন্য কুরআন হাদিস নির্দেশিত পথে চলার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ জামেয়া আল ইসলামিয়ার পরিচালক মুফতি মাওলানা কেফায়েত উল্লাহ শফিক।

ঈদগাঁও পূর্ব ফরাজি পাড়া জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী মাদরাসার কেরাত বিভাগের প্রধান হাফেজ ক্বারি মাওলানা জহিরুল হক, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির খালভী, পোকখালী মাদরাসার সিনিয়র শিক্ষক আশরাফুজ্জামান, কক্সবাজার বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন, দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজি, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, লাইট হাউজ মাদরাসার পরিচালক মাওলানা নুরুল মোস্তফা, মাদরাসাতুল কুরআন কক্সবাজারের পরিচালক হাফেজ মাওলানা রিদওয়ানুল কবীর,
ফাতেরঘোনা জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসেন আনছারি।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছ ও হাফেজ জবিহ উল্লাহর গর্বিত পিতা মাওলানা হাবিবুল্লাহকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মাওলানা সাইফুল্লাহ এরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক মুফতি নুরুল মোস্তফা, হাফেজ রিদওয়ান, মাস্টার সাঈদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

হিফজুল কুরআন সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

হাফেজ হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পাওয়ায় অভিভাবকরা সন্তুষ্টির কথা জানিয়েছেন। সেই সঙ্গে মাদরাসা শিক্ষকসহ পরিচালনা পরিষদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তারা।

অনুষ্ঠানের অতিথি, অভিভাবক, শুভাকাঙ্ক্ষিতসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ রহমতুল্লাহ হারেছ।