আনোয়ার হোছাইন ঈদগাঁও,কক্সবাজার :
কক্সবাজারের ঈদগাঁওতে বন্য হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৬ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাঁও উপজেলার গহীন অরণ্যের পুইট্রাঝিরি নামক বন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত ছৈয়দ আলম ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার দানু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া।বন থেকে লাকড়ি সংগ্রহ করে সংসার চালাতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে হাতির আক্রমণের শিকার হয়।
একই দিন অন্য কাঠুরিয়ারা কাঠ সংগ্রহে গিয়ে দুপুরের দিকে ছৈয়দ আলমকে মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা জানান, নিহত ছৈয়দ আলমের ৩ বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।