ইমাম খাইর, সিবিএন:
উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে যাওয়ার পথে সিএনজি থামিয়ে ৪ জন রোহিঙ্গাকে অপহরণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ব্যবহারের সিএনজিটি ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতরা পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে হাজমপাড়া রাস্তার মাথায় (মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্প এলাকার পাশে) এই ঘটনা ঘটে।
জব্দকৃত মোটরসাইকেল উখিয়া থানা হেফাজতে রয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সিবিএনকে জানান, ক্যাম্প থেকে ঈদগাঁওর উদ্দেশ্যে যাত্রাকালে সিএনজিতে থাকা ২ জন মহিলা ও দুইজন পুরুষ রোহিঙ্গা যাত্রী অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। তবে কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গারা কেন ঈদগাঁও যাচ্ছিল, তার সঠিক কারণ জানতে পারেননি থানার ওসি।
এদিকে, ক্যাম্প অরক্ষিত ও সঠিক তদারকির অভাবে রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। অস্ত্র-মাদক বেচাকেনাসহ নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ছে। রোহিঙ্গা কেন্দ্রিক গড়ে উঠছে শক্তিশালী চক্র।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে তাদেরকে কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।