সংবাদ বিজ্ঞপ্তি :
'নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ' এই প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় এবারও কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে৷
৮ মার্চ সকালে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) আরবান ওয়াশ প্রকল্প।
প্রতিষ্ঠান কার্যালয়ে ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক শরীফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে নারী দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন হেলথ হাইজিন প্রমোটর আসমা উল হোসনা।
ডিএসকের হাইজিন প্রমোশন অফিসার মিথিলা রহমান শশীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এসএ টিভির সিনিয়র রিপোর্টার আহসান সুমন।
এসময় নারী দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, কমিউনিটি ডেভলাপমেন্ট অফিসার মাহবুবুর রহমান, হাইজিন স্পেশালিষ্ট শর্মা ওঝা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, সহকারী ইঞ্জিনিয়ার আল সাবা মিয়া, ফিন্যান্স অফিসার অধির কুমার শর্মা।
অনুষ্ঠানে বর্তমান আধুনিক বিশ্বে প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থার কথা উল্লেখ করে বক্তারা বলেন, বিশ্বে আধুনিক প্রযুক্তির ব্যবহার স্বত্বেও এই প্রযুক্তিতে পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে আছে। নারীদের এই পিছিয়ে থাকার কারন অনুসন্ধানের মাধ্যমে নারীবান্ধব প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরীতে বিভিন্ন উদ্যোগ গ্রহনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে কমিউনিটি মুবিলাইজার, হেলথ হাইজিন প্রমোটর এবং কমিউনিটি অর্গানাইজারবৃন্দ উপস্থিত ছিলেন।