এইচ এম রুহুল কাদের:
উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপী মহেশখালি উপজেলার কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদার পাড়া গ্রামে সিসিডিভি সেন্টারের কনফারেন্স রুমে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়, মহেশখালি উপজেলার হোয়ানক ও কুতুবজোম ইউনিয়নের ২৫ জন নারী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে কৃষি ইকোসিস্টেমের সংজ্ঞা ও কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধারের গুরুত্ব, বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপণের আদর্শ স্থানসমূহ, নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতি, সার ব্যবহারের সাধারণ নীতিমালা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। প্রশিক্ষণে হাতে কলমে সবজির বেড করার পদ্ধতি শেখানো হয়। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপণের জন্য লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য জৈব সার এবং জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ বিভিন্ন আনুষঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ,ঔষধি ও বনজ বৃক্ষ রোপণের জন্য ১৪ ধরনের মোট ৪২টি চারা প্রতিটি সদস্যদের মাঝে বিতরণ করা হবে। দিনব্যাপী এই প্রশিক্ষণের সার্বিক সঞ্চালকের দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কৃষিবিদ জনাব মো. সোহেল রানা, গ্রীন বিজনেস অফিসার এবং সহযোগিতা ছিলেন ফিল্ড অফিসার, কহিনুর আক্তার।