মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে আজ শনিবার ৯ মার্চ সকাল সাড়ে ৯ টায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ গুরুত্বপূর্ণ কনফারেন্সে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করবেন।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার পার্ট-১ এর ৪৮১ নম্বর বিধি মোতাবেক এই পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। কনফারেন্সে জেলার ফৌজদারী মামলা তদন্ত ও বিচারকার্যে গতিশীলতা আনা এবং ক্রিমিনাল জাস্টিস নিশ্চিত করার লক্ষ্যে কনফারেন্সটি আহবান করা হয়েছে।
কনফারেন্সে তদন্ত ও অনুসন্ধানে অনাকাঙ্ক্ষিত বাঁধা সমুহ অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, মূলতবি পরোয়ানা তামিলে প্রতিবন্ধকতা অপসারণ, মামলার সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা-যাওয়া করতে নিরাপত্তা প্রদান, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা দ্রুত জারি করা, আদালত প্রাঙ্গণে নিরাপত্তাজনিত পদক্ষেপ নেওয়া, বিচারক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, আদালতে সময়মতো মামলার আলামত প্রদর্শন ও উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থায় পুলিশ ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় সাধন ও পরস্পর সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ আরো বিভিন্ন বিষয়ে সঠিক ও যথাযথ উদ্যোগ নিতে ফলপ্রসু আলোচনা করা হবে বলে সুত্রটি জানিয়েছে।
কনফারেন্সে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান ও সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কনফারেন্স আহ্বানকারী কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অনুরোধ জানিয়েছেন।