হ্যাপী করিম ,মহেশখালী:
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্য কে সামনে রেখে দ্বীপ উপজেলা মহেশখালী দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ই মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ এর সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা পুলক কান্তি দে, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, এনজিওকর্মী ও সিপিপি’র বৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালী শেষ আলোচনা সভায় দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিকভাবে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন অতিথি’রা।