ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের লিংক রোড বিট কাম চেক স্টেশন এর সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ১০ একর বনভূমি দখল করে নির্মিত ৬ টি টিনের ঘর ও ২ টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামীর নেতৃত্বে রবিবার (১০ মার্চ) সিরাজের ঘোনা এলাকায় অভিযান চালানো হয়।

সঙ্গে ছিলেন, সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষ ও কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

এ সময় পুলিশ প্রশাসন, আনসার, কক্সবাজার রেঞ্জের বিট কর্মকর্তাগণ, বনকর্মী ও সিপিজিগনরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।