সংবাদ বিজ্ঞপ্তি:
সর্বজনীন আয়েডিনযুক্ত ভোজ্য লবণ তৈরি কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে ১০ মার্চ কক্সবাজার লবণ জোনের আওতাভুক্ত ভোজ্যলবণ উৎপাদনকারী প্রায় ৫০ লবণ মিল মালিককে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিসিক লবণ সেল জোনাল কার্যালয়, ইসলামপুর, ঈদগাঁও, কক্সবাজারে প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করে বিসিক জেলা কার্যায়, কক্সবাজার।

লবণে সঠিক মাত্রায় আয়োডিনযুক্তকরণ, লবণে আয়োডিনের পরিমাণ নির্ণয়সহ তৎসংশ্লিষ্ট বিষয়ে কক্সবাজারের লবণ মিল মালিকদের হাতে-কলমে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিসিক কক্সবাজারের এজিএম
মুহাম্মদ রিদওয়ানুর রশিদের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সটির সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক (যুগ্ম-সচিব) মো: মোতাহার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, বিসিক কক্সবাজারের ডিজিএম মো. জাফর ইকবাল ভূঁইয়া, জোনাল কোঅর্ডিনেটর (এন আই) আব্দুল্লাহ আল মামুন, মনিটরিং অফিসার সৈয়দ আহসান হবীব, পরিদর্শক জসিম উদ্দিন, ল্যাব ইনচার্জ হারুন অর রশিদ।

এছাড়া স্থানীয় বিসিকের কর্মকর্তা – কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

লবণ কারখানার মালিকগণ যদি পরিমিত মাত্রার আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করেন, তাহলে দেশের মানুষের আয়োডিন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে আরো বলা হয়, আয়োডিনের ঘাটতি জনিত সমস্যাদি দূর করে সুস্থ-সবল ও মেধাবী জাতি তৈরির লক্ষ্যে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকল্পে বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।