https://www.youtube.com/watch?v=E2TyyB9JycY
সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানের গায়ক ভারতের বীরভূম জেলার সেই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এবার নতুন গান বানালেন।
কাঁচা বাদামের পর এবার তিনি নিয়ে এলেন ‘আমি বাদাম বেচে খাই’।
আগের ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি দিয়ে ভারত-বাংলাদেশসহ বিশ্বজুড়ে ভাইরাল হলেও সেই গানের জন্য কোনো টাকা-পয়সা পাননি এই বাদাম বিক্রেতা।
কিন্তু তাকে নিয়ে ভিডিও করে আর তার গানটি গেয়ে নেটমাধ্যমে বাহবা কুড়াচ্ছেন বহু টিকটকার-ইউটিউবার। কিন্তু গানের আদত স্রষ্টা কোনও ভাবেই অর্থ পাচ্ছেন না। কৃতজ্ঞতা স্বীকারেও থাকছে না তার নাম।
তাই ‘আমি বাদাম বেচে খাই’ গানটির জন্য রয়্যালটি চান বীরভূমের ভুবন বাদ্যকর।
ভুবনের পাশে দাঁড়িয়ে ভারতের আরেক ইউটিউবার স্যান্ডি সাহা। সামাজিক মাধ্যমে নিজের পেজে স্যান্ডি ভুবনের নতুন গানটি শেয়ার করে এর কপিরাইটের টাকা যাতে ভুবন বাদ্যকর পান, সেই আর্জি জানিয়েছেন।
এদিকে ভুবনের নতুন গান সামাজিক মাধ্যমে শেয়ারের পর পর সেটিও নেটমাধ্যমে ভাইরাল এখন।
এদিকে ভাইরাল হয়ে উল্টো বিপদে পড়েছেন ভুবন, এমনটাই জানিয়েছেন তার ছেলে।
শিল্পীর ছেলের দাবি, ভুবন বাদ্যকরের গান শুনেই সবাই চলে যাচ্ছেন। কেউ আর বাদাম কিনছেন না। এতে তার আয় বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে, গানের কপিরাইটও পাননি। তাই সংসার চালানোই এখন দায়।
যে কারণে অনেকটা বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন বীরভূমের দুবরাজপুরের এই বাদাম ফেরিওয়ালা।
দুবরাজপুর থানায় অভিযোগ করে ভুবন বলেছেন, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গানটি চুরি করে টিকটকার, ইউটিউবাররা লাখ লাখ টাকা আয় করছেন। কিন্তু তিনি এর কানাকড়িও পাচ্ছেন না। তাই দ্বিতীয় গান নিয়ে যাতে এমন বিড়ম্বনায় না পড়তে হয়।
ভুবন বাদ্যকরের নতুন গান ‘আমি বাদাম বেচে খাই’ শুনুন -
https://www.youtube.com/watch?v=E2TyyB9JycY