মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ক্লাসের পাঠ্য বইয়ের সিলেবাসের পাতা শিখার পাশাপাশি মানুষের মতো মানুষ হতে হলে জীবন পাতার শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। জীবনকে পরিপূর্ণ করতে হলে কৈশোর থেকেই অর্জন করতে হবে সামাজিক, নৈতিক ও পারিবারিক শিক্ষা। শিষ্ঠাচার ও নৈতিকতা সমৃদ্ধ পরিশুদ্ধ সমাজ বির্নিমানে এর কোন বিকল্প নেই।
রোববার ১০ মার্চ কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর পাহাড়িকা মডেল একাডেমি'র ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন একথা বলেন। তিনি আরো বলেন, পাহাড়িকা মডেল একাডেমি প্রতিষ্ঠা করে একঝাঁক শিক্ষানুরাগী উদ্যোক্তারা পিছিয়ে থাকা একটি এলাকা আলোকিত করে অনগ্রসর থেকে অগ্রসরগামী করেছে। শিক্ষার প্রসারে উদ্যোক্তাদের এ অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।
পাহাড়িকা মডেল একাডেমি পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কক্সবাজার শহরের আবু বকর ছিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, লাইটহাউজ কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন সওদাগর, প্রিপ্যার্যাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নেছা বেগম, ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভা:) ডেজিনা ইয়াসমিন, প্রতিষ্ঠানের একাডেমিক কমিটির আহবায়ক জহির আহমদ ও কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। পাহাড়িকা মডেল একাডেমি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, তরুণ রাজনীতিবিদ শরীফ উদ্দিন বাবুল ও প্রধান শিক্ষক হালিমা নাসরিন এর নান্দনিক সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহ সভাপতি মোহাম্মদ রফিক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেখ সেলিম, সদস্য সচিব রাশেদুল হক আব্বু, ঝংকার শিল্প গোষ্ঠীর পরিচালক মোর্শেদ আলম, একাডেমির নির্বাহী সদস্য জাফর আলম সওদাগর, সদস্য গোলাম মওলা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ বলেন, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কোন মাধ্যমিক বিদ্যালয় নাথাকায় শিক্ষা ক্ষেত্রে এলাকাটি পিছিয়ে ছিলো। অনেক দূরে স্কুল গুলোতে ঝুঁকি নিয়ে পড়তে গিয়ে শিক্ষার্থীদের অনেক কষ্ট হতো, অভিভাবকেরা চিন্তিত থাকতো। দুরত্বের কারণে অনেক শিক্ষার্থী মেধাবী এবং পড়াশুনায় আগ্রহ থাকা সত্বেও অসময়ে শিক্ষা থেকে ঝড়ে পড়তো। পাহাড়িকা মডেল একাডেমি এলাকাবাসীর সে চাহিদা পূরন করতে সক্ষম হয়েছে। বিদ্যালয়টি আরো এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি লাইটহাউজ কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন সওদাগর বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি এলাকাকে সমৃদ্ধ ও আলোকিত করে। পাহাড়িকা মডেল একাডেমি এলাকায় দ্যুতি ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
প্রিপ্যার্যাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নেছা বেগম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার মূলভিত্তি হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। তাই প্রাথমিক ও মাধ্যমিক স্থরে যথাযথ শিক্ষা পেলে শিক্ষার্থীদের আর পেছনে থাকাতে হয়না। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিযোগিতামূলক শিক্ষায় এগিয়ে থাকতে হবে। যাতে ভবিষ্যৎ বাংলাদেশ বির্নিমান ও জাতি গঠনে আজকের কোমলমতি শিক্ষার্থীরা সহজে অংশ নিতে পারে।
বিশেষ অতিথি ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভা:) ডেজিনা ইয়াসমিন বলেন, স্বল্প সময়ে নিজস্ব ক্যাম্পাসে পাহাড়িকা মডেল একাডেমি প্রতিষ্ঠা করে উদ্যোক্তারা প্রমাণ করেছেন অদম্য ইচ্ছাশক্তি, মনোবল থাকলেই অসাধ্যকে সাধন করা যায়। যার উৎকৃষ্ট প্রমান হলো পাহাড়িকা মডেল একাডেমি। এ প্রতিষ্ঠান তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এছাড়া, শনিবার ৯ মার্চ সকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাহাড়িকা মডেল একাডেমির বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাহাড়িকা মডেল একাডেমি পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ এর সভাপতিত্বে শনিবারের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ৭-৮-৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান।
রমিজ উদ্দিন বিপ্লব এর সঞ্চালনায় ২দিনের অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন-একাডেমি পরিচালনা কমিটির অর্থ সম্পাদক এমরান ফারুক অনিক, আবদুল করিম, মো. জামাল, মো. জমির, আজিজুল হক, মো. জাহেদ, মো. জুসেল, অর্থ সম্পাদক এমরান ফারুক অনিক, মো. আজিজ, জসিম উদ্দিন, খোরশেদ আলম সহ উদ্যোক্তাগণ। বর্নাঢ্য অনুষ্ঠানমালার সার্বিক ব্যবস্থাপনার
দায়িত্বে ছিলেন, একাডেমির প্রধান শিক্ষক হালিমা নাসরিন, নয়ন সিদ্দিকী, তানিয়া, ফারহানা আক্তার, নাওয়ার, পুতুল প্রমুখ। জমকালো আয়োজনে ২দিনের অনুষ্ঠানমালায় অভিভাবক, শিক্ষার্থী, বিশিষ্টজন, শিক্ষক, বিষয় ভিত্তিক বিচারক, গন্যমান্য ব্যক্তি সহ প্রচুর এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপভোগ্য ইভেন্ট গুলোর প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বেশ মাতিয়ে রেখেছিলেন।
মাত্র দেড় বছর আগে নিজস্ব জমিতে গড়ে তোলা পাহাড়িকা মডেল একাডেমিতে ২ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ন্যাশনাল কারিকুলামের সাথে প্রয়োজনীয় ও বাস্তবসম্মত বিষয় সমন্বয় করে আধুনিক সিলেবাসে মানসম্পন্ন পাঠ দান করা এ শিক্ষা প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে বেশ সুনাম অর্জন করেছে।