মহেশখালীর শাপলাপুর বাজারে মুরগি কিনতে গিয়ে টমটম গাড়ির ধাক্কায় আফরোজা মণি নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় শপলাপুর ছাদেকেরকাটা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আফরোজা মণি(৮) শপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের মো. আক্তারের মেয়ে।
নিহত আফরোজার মা জানান, তার বাবা বিদেশে থাকায় বাড়িতে বাজার করার মত কেউ ছিল না, তাই তাকে প্রথম রোজার সাহরী খাওয়ার জন্য মুরগী ক্রয় করতে পাঠিয়েছিলাম। এতে এত বড় দুর্ঘটনা ঘটে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টায় সময়ে ছাদেকের কাটা বাজার থেকে মুরর্গী ক্রয় করে রাস্তা পার হওয়ার সময় টমটম গাড়ি ধাক্কায় মারাত্মক আহত হন সে। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে এবং সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে, তার অবস্থা গুরুতর হওয়ায় থাকে আইসিও তে রাখা হয় এক ঘন্ট পর কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, নিহত পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপে ব্যবস্থা নেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।