সিবিএন ডেস্ক:
রামুর জোয়ারিয়ানালায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নূরপাড়া এলাকাস্থ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে র্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার ক্যাম্প) এর আভিযানিক দল।
চেকপোস্টে অভিযান পরিচালনার একপর্যায়ে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি বাসে দুইজন যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের গ্রেফতারপূর্বক বিধি মোতাবেক তল্লাশি করা হয়। এ সময় আটককৃত মাদক কারবারি সেনোয়ারা বেগম এর দেহ তল্লাশি করে তার বোরকার ভিতরে শরীরের সাথে স্কচটেপ দ্বারা বাঁধা অবস্থায় ৪ কেজি এবং রোকসানার বোরকার ভিতরে একইভাবে ৩ কেজি সর্বমোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
[caption id="attachment_60252" align="aligncenter" width="1600"] উদ্ধারকৃত আলামত[/caption]
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা আর্থিক লাভের জন্য প্রতিনিয়ত অভিনয় কায়দা/পদ্ধতি অবলম্বনের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা একস্থান থেকে অন্য স্থানে মাদক স্থানান্তর করে বিক্রয় করে থাকে বলে জানায়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় এবং ধর্ষণ মামলার আসামি ফারুককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।