অনলাইন ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজের ঘটনায় দগ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩জন হয়। শনিবার (১৬ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরবর্তীতে আরেকজন শিশুর মৃত্যুর ঘটনা পাওয়া গেছে।
নিহতদের নাম মনসুর আলী (৪৫) ও শিশু তায়েবা (৩)। এর আগে গত ১৫ মার্চ ওই ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান মোল্লা নামে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন। শনিবার ১৬ মার্চ শিশু তায়েবার মৃত্যুর খবরটি পাওয়া যায়।
ভারত পাশে ছিল বলেই কেউ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারেনি: কাদের
বার্ন ইউনিটের চিকিৎসক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর দগ্ধ অবস্থায় ২৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের একজন মনসুর আলী ও শিশু তায়েবা। শনিবার সকালে আইসিইউতে থাকা অবস্থায় তাদের মৃত্য হয়। তাদের শরীরের প্রায় ৮৭ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।
গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে নারী পুরুষ ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়।
এর মধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর থাকায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।