আবুল কালাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীতে পুরাতন রেল স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ১০/১২ জন ব্যক্তিকে একত্রে দেখে তাড়া করে ৬ জন ছিনতাই চক্রের সক্রিয় সদস্য কে আটক করে পুলিশ। তারা রিয়াজউদ্দিন বাজার, রেল স্টেশনরোড ও নিউমার্কেট মোড় এলাকায় পথচারীদের টার্গেট করে ছিনতাই করত।

শনিবার (১৬ মার্চ) রাতে পুরাতন রেল স্টেশন এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আরও চার থেকে ছয়জন পালিয়ে যায়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন : মো. সালাউদ্দিন (২২), মো. আল আমিন (২২), মো. শাকিল (২২), মো. আসিফ(২২), মো. রমজান হোসেন (২১) ও মো. আরাফাত হোসেন (২২)।

ওসি জানান, গুপ্তচরের দেওয়া তথ্যমতে সন্দেহভাজন ১০/১২ জন ব্যক্তিকে একত্রে দেখে তাড়া করে ৬ জনকে আটক করলেও অপর ৪/৬ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ব্যবসায়িক এলাকা রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পুরাতন রেল স্টেশন রোড, নতুন রেলষ্টেশন রোড, নিউমার্কেট মোড়, বিআরটিসি, আটমার্চিং মোড়, পলোগ্রাউন্ড ও টাইগারপাস মোড় এলাকার পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো।