সংবাদ বিজ্ঞপ্তি:
পবিত্র ওমরা হজ পালনে সৌদি আরব গেলেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা বদিউল আলম আমির। সঙ্গে তার মেজো ছেলে নাকিব আমির রয়েছেন।
রোববার (১৯ মার্চ) বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে সৌদি আবর মক্কার উদ্দেশ্যে পবিত্র ওমরা হজ্ব পালন করতে রওয়ানা দিয়েছেন।
মক্কায় পবিত্র ওমরা পালন শেষে তিনি মদিনায় হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করে আগামী মাসের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।
পবিত্র ওমরাহ পালনে আল্লাহর রহমত ও কক্সবাজারবাসীর নিকট দোয়া কামনা করেছেন বদিউল আলম আমির।
সুস্থ থেকে যেন সুষ্ঠুভাবে হজের কার্যক্রম সম্পাদন করে দেশে ফিরতে পারেন, সে জন্য সবার দোয়া চেয়েছেন।