মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোস্তফা কামাল চৌধুরী (৬০) আর নেই। বুধবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে উখিয়ার মরিচ্যা পালং পাগলিরবিল সড়কস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের ঘনিষ্ঠজন, উখিয়ার অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, অ্যাডভোকেট মোস্তফা কামাল চৌধুরী প্রায় ১৭ বছর আগে স্ট্রোক করে দীর্ঘদিন প্যারালাইস অবস্থায় ছিলেন। একসময়ের তুখোড় ছাত্রনেতা ও তরুণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মোস্তফা কামাল চৌধুরী হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০০ সালের ২৭ নভেম্বর একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন।

মেধাবী সমাজকর্মী অ্যাডভোকেট মোস্তফা কামাল চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান, অসংখ্য আত্মীয় স্বজন সহ প্রচুর গুণগ্রাহী রেখে যান। তাঁর জ্যেষ্ঠ পুত্র মুশফিক মোস্তফা বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট ল্যাফটেনেন্ট এবং বর্তমানে যশোরে কর্মরত। গত ১১ মার্চ ফ্লাইট ল্যাফটেনেন্ট মুশফিক মোস্তফার বিয়ে সম্পন্ন হয়। অ্যাডভোকেট মোস্তফা কামাল চৌধুরীর সহধর্মিণী শফিকা আক্তার ছিদ্দিকা চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।

বুধবার ২০ মার্চ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে উখিয়ার মরিচ্যায় মরহুমের বাসভবন সংলগ্ন মাঠে অ্যাডভোকেট মোস্তফা কামাল চৌধুরীর নামাজে জানাজা শেষে পাগলির বিল কবরস্থানে মরহুমকে দাফন করা হবে বলে অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান জানিয়েছেন।